রামুর রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুলের বিদায় ও বরণ অনুষ্ঠিত

ramu pic ac land 30.1

নিজস্ব প্রতিনিধি:

রামুর রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুলের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব উল আলম।

প্রধান শিক্ষক আব্দুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজারকুল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা মোহছেন শরীফ, প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দের মধ্যে মুছলেহ উদ্দিন বাবুল, ঈসা সালাহ উদ্দিন মুরাদ, খালেদ নেওয়াজ আবু, আরিফুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক তড়িৎ চক্রবর্তী, মো. আতিকুর রহমান।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্র আব্দুস শুক্কুর। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ ও বক্তব্য রাখেন, আফরোজা খানম, মঈনুর রশিদ, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ ও বক্তব্য করেন- উর্মি পাল, নুফা আফরোজ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শিক্ষার্থীদের পড়ালেখায় গভীর মনোনিবেশের মাধ্যমে যথাযথ সাফল্য বয়ে আনার প্রত্যয় গ্রহণ করতে হবে। পাশাপাশি নৈতিক আদর্শে বলীয়ান হয়ে আলোকিত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার মতো যোগ্যতা অর্জনে প্রয়াস অব্যাহত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন শিক্ষার্থীদেরকে গভীর অধ্যাবসায়ের মাধ্যমে ভাল ফলাফল অর্জনের পাশাপাশি সৎ চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ মানুষ হওয়ার সংকল্প গ্রহণ করতে হবে। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন স্কুলের শিক্ষক মাওলানা শুয়াইবুল্ল-াহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন