parbattanews

রামুর লুট হওয়া ৪ বৌদ্ধ মূর্তিসহ যুবক আটক

ramu buddho murti pic- 05.08.2013

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলায় ২৯ সেপ্টেম্বরের সহিংস ঘটনায় বৌদ্ধ বিহার থেকে লুট হওয়া চারটি বুদ্ধ মূর্তিসহ রাশেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার।
একটি স্কুল ব্যাগে ভরে মূর্তিগুলো কক্সবাজারে পাচারের সময় সোমবার বিকালে রামু চৌমুহনী স্টেশন তাকে আটক করা হয়।

আটক রাশেদ (২৪) মিয়ানমারের নাগরিক। তার বাবার নাম  মৃত আবুল মাসুদ। রাশেদ থাকেন কক্সবাজার শহরে ৬ নম্বর ঘাট এলাকায়। রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, উদ্ধার করা প্রতিটি মূর্তির উচ্চতা প্রায় আট ইঞ্চি। ওজন হবে চার থেকে পাঁচ কেজি। চারটির মধ্যে দুটি মূর্তিই ভাঙ্গা।  পোড়া চিহ্ন দেখে মনে হচ্ছে মূর্তিগুলো ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধ বিহার থেকে লুট করা হয়েছে।

Exit mobile version