parbattanews

রামু কেন্দ্রীয় সীমা বিহারে চুরি

খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
রামু কেন্দ্রীয় সীমা বিহারে চুরির ঘটনা ঘটেছে। বিহারের বৌদ্ধ ভিক্ষুদের পবিত্রতম স্থান সীমা ঘর, বোধিঘরসহ বিহারের তিনটি কক্ষের দরজার তালা ও চারটি দানবাক্স ভেঙ্গে টাকা পয়সা নিয়ে যায়।

এ ঘটনায় রামু থানা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ পত্র দিয়েছে বিহার পরিচালনা কমিটি। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ধর্ষ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনে গেলে বিহার পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক তরুন বড়ুয়াসহ গ্রামবাসীরা ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। এসময় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বিহার অধ্যক্ষ একুশে পদক প্রাপ্ত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর সাথে কথা বলেন।

রামু কেন্দ্রীয় সীমা বিহার অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের বলেন, বিহারে বড় ধরনের ক্ষতি না হলেও তালা ভেঙ্গে নাশকতার চেষ্টা চালিয়েছে। দুর্বৃত্তরা সংখ্যায় একাধিক ছিল। প্রশাসনের কাছে বিহারের সার্বক্ষণিক নিরাপত্তা কামনা করেন তিনি।

বিহার অধ্যক্ষ, ভিক্ষু সংঘ ও গ্রামবাসীদের বিহারের নিরাপত্তা দানের কথায় উপজেলা চেয়ারম্যন রিয়াজ উল আলম বলেন, বৃহস্পতিবার থেকে রামু কেন্দ্রীয় সীমা বিহারের সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার নিয়োগ করা হয়েছে। দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেয়া হচ্ছে উপজেলা পরিষদ থেকে। পর্যায়ক্রমে রামুর সব ধর্মীয় প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক নিরাপত্তার আওতায় আনা হবে।

রামু থানার ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু জানান, এ ঘটনায় থানায় মামলা (নং ৮) হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Exit mobile version