রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতিসভা

রামু প্রতিনিধি:

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে গৌরবের ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এই সভা আয়োজন করে এসএসসি ১৯৯২ ও ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। সভায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরি আতর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

দক্ষিণ চট্টগ্রামের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যের শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় এসএসসি ১৯৯২ ব্যাচের প্রস্তুতি সভা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা নুরুল কবিরের সভাপতিত্বে ও আন্তর্জাতিক মেরিন নটিক্যাল অফিসার জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রূপক বড়ুয়া, নজরুল ইসলাম, বিশ্বজিত বড়ুয়া, মোঃ আবদুল্লাহ জামান, নুরুল আলম ভূট্টো, ডাঃ ক্ষিতীশ বড়ুয়া প্রমুখ।

রাত ৮টায় অনুষ্ঠিত এসএসসি ১৯৯৪ ব্যাচের সভায় সভাপতিত্ব করেন, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা রজত বড়ুয়া রিকু। রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিদুল আলম, অ্যাড. জসিম উদ্দিন, আবদুর রহিম, কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কাসেম, কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসার প্রভাষক শাহেদুল করিম, ঠিকাদার জাহাঙ্গীর আলম, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন, সাবেক কৃতি ফুটবলার শিপন বড়ুয়া, প্রধান শিক্ষক বিভাষ বড়ুয়া, আবদুল আহাদ, বেদারুল আলম প্রমুখ।

সভায় বক্তারা রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর মোশতাক আহমদ, সদস্য সচিব ও কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের উদ্যোগকে স্বাগত ও শতবর্ষ পূর্তির সকল কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। গৌরবের ১০০ বছর পূর্তি উৎসব সফল করতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্রুত নাম রেজিস্ট্রেশনেরও আহ্বান জানানো হয়।

আগামী ২৫ মার্চ আবারো রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এসএসসি ১৯৯২ ব্যাচের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় এসএসসি ১৯৯২ ব্যাচের সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়। একই সাথে গৌরবের ১০০ বছর পূর্তি উৎসবে অংশ নিতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীকে এর নির্ধারিত তারিখ ২০ মার্চের মধ্যে নাম রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়।

প্রস্তুতি সভা শেষে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরি আতর আলীর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন শতবর্ষ উদযাপন পরিষদ। এসময় আরো উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযপান পরিষদ সদস্য দর্পণ বড়ুয়া, খালেদ শহীদ, সুরজিত বড়ুয়া ক্যালসন, রমজান আলী, নীলোৎপল বড়ুয়া, শাহ আলম কাজল প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন