parbattanews

রামু গ্লোবাল ইংলিশ সেন্টারে ল্যাপটপসহ মালামাল চুরি

কক্সবাজার রামুর গ্লোবাল ইংলিশ সেন্টারে এ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোর ওই প্রতিষ্ঠান থেকে ল্যাপটপসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে।

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে দশটায় রামুর চৌমুহনী স্টেশনের পশ্চিম পার্শ্বস্থ স্বপ্নপুরী রাস্তার মাথা তানি শপিং সেন্টারের ৪র্থ তলায় গ্লোবাল ইংলিশ সেন্টারে এ চুরির ঘটনা ঘটে।

গ্লোবাল ইংলিশ সেন্টারের পরিচালক শাহেদুল ইসলাম রায়হান জানিয়েছেন, প্রতিষ্ঠানটির শিক্ষক তৌফিকুল ইসলাম তৌফিক সকাল ১০ টায় তালা লাগিয়ে বাড়িতে যান। দুপুরে গিয়ে দেখেন প্রতিষ্ঠানটির প্রধান গেট ও ভিতরে দরজার তালা ভাঙ্গা। ভিতরে গিয়ে দেখেন লুটপাটের দৃশ্য। চোরের দল প্রতিষ্ঠানটি বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ল্যাপটপ, কি-বোর্ড, চার্জারসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে।

উল্লেখ্য, রামুতে সাম্প্রতিক সময়ে ছিনতাই-চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীসহ জনসাধারণ আতঙ্কে রয়েছেন।

Exit mobile version