parbattanews

রামু ঘটনা কোনো ধর্মীয় সহিংসতা নয়, এর সাথে দুর্নীতি, লোভ ও দস্যুতার সম্পর্ক রয়েছে: ড্যান মজিনা

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বলেছেন, গত বছর বাংলাদেশের রামু, উখিয়ায় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে যেসব হিন্দু এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে তা কোনো ধর্মীয় সহিংসতা নয়। এই সহিংসতার সঙ্গে দুর্নীতি, লোভ ও ভূমি দস্যুতার সম্পর্ক রয়েছে। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়বাংলা বাজারে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি যেখানেই যাই শান্তি ও সম্প্রীতির বাংলাদেশকেই দেখি। এ দেশের মুসলিম, হিন্দু, ‘আদিবাসী’ সকলে শত শত বছর ধরে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। এটা বাংলাদেশের বৈচিত্র। এই বৈচিত্র আমি বাংলার সবখানেই দেখি।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে দুই দিনের সফরে সুনামগঞ্জে আসেন ড্যান মজিনা। এ সফরে তিনি সুনামগঞ্জের বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওর পরিদর্শন ও তাহিরপুর উপজেলার জয়বাংলা বাজারে পল্লী বিদ্যুতায়নের উদ্ধোধন করেন।

Exit mobile version