parbattanews

রামু জামেয়াতুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা হামিদুল্লাহর ইন্তেকাল

রামু প্রতিনিধি :
রামু জামেয়াতুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হামিদুল্লাহ (৪৭) মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের হাফেজপাড়ার মাওলানা অছিয়র রহমানের বড় ছেলে। মাওলানা হামিদুল্লাহ গত ১৭ জানুয়ারি রাতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় পশ্চিম রাজারকুল হাফেজ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

রামু জামেয়াতুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হামিদুল্লাহর ইন্তেকালের খবরে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিবেদিতপ্রাণ এ দ্বীনি শিক্ষকের রুহের মাগফেরাত কামনা করে জামেয়াতুল উলুম মাদরাসা, রাজারকুল আজিজুল উলুম মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করা হয়েছে।

রামু জামেয়াতুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হামিদুল্লাহর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, রামু কেন্দ্রিয় জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাদরাসা পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। নেতবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত স্বজনদের প্রতি সমদেনা জানিয়েছেন।

Exit mobile version