parbattanews

রামু জোয়ারিয়ানালা ২নং ওয়ার্ডের ভোট পুনঃগণনার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি :
রামু উপজেলায় ৬ষ্ঠ দফায় অনুষ্ঠিত জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের ভোট পুনঃগণনার নির্দেশে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আমিন উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

জানা গেছে, গত ৪ জুন ৬ষ্ঠ ধাপে রামু উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সাথে ৬নং জোয়ারিয়ানালা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই মধ্যে ২নং ওয়ার্ডে মেম্বার পদে লাটিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান মেম্বার আমিন উদ্দিন। অন্যান্যদের মধ্যে মোরগ প্রতীকে নুরুল ইসলাম নির্বাচনে অংশ নেন।  ২নং ওয়ার্ডের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় উত্তর মিঠাছড়ি হেলপ্ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

আমিন উদ্দিন জানান, মোরগ প্রতীকের প্রার্থী নুরুল ইসলামের কাছ থেকে মোটা অংকের উৎকোচের গ্রহণ করে প্রিসাইডিং অফিসার। তার প্রতিদ্বন্দী মোরগ প্রতীকের বান্ডিলে অধিক ভোট দেখান দুর্নীতিবাজ ওই প্রিসাইডিং অফিসার। ভোট পুনরায় গণনা করা হলে কোন প্রতীকে ভোট বেশি পড়েছে এটি প্রতীয়মান হবে বলে জানান তিনি।

Exit mobile version