parbattanews

রামু ট্যালেন্টস্ স্কুলে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ramu school pic 21.12

উপজেলা প্রতিনিধি, রামু :

রামু ট্যালেন্টস্ স্কুলে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৬ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষা শেষে ওই দিনই ঘোষিত ফলাফলে বিভিন্ন শ্রেণিতে এ স্কুলের ১৬ জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে, ২ জন প্রথম গ্রেডে এবং ৮ জন দ্বিতীয় গ্রেডে বৃত্তি পেয়েছে।

স্কুলের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলম চৌধুরী জানান, এবারের পরীক্ষায় প্রথম শ্রেণিতে ১১ জন, দ্বিতীয় শ্রেণিতে ২ জন, তৃতীয় শ্রেণিতে ২ জন এবং পঞ্চম শ্রেণিতে ১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। প্রথম শ্রেণিতে ট্যালেন্টপুলে হাশেম মাহমুদ রায়াদ, মুমতাহিরা মেহেরিন, মো. সাদমান আজাদ, সানিয়া নওরীন, রিজওয়ানুল হক, উজ্জ্বল নাথ, প্রথম গ্রেডে তাশপিয়া, দূর্জয় বড়ুয়া, দ্বিতীয় গ্রেডে মাহমুদুল হাসান, সাবিকুন নাহার ও উবামং মারমা, দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয় গ্রেডে শামিন মোহাইমিন, তাবাসসুম মমতাজ, তৃতীয় শ্রেণিতে দ্বিতীয় গ্রেডে প্রোনিলা বড়ুয়া শ্রেয়া, তাসপিয়া তাসরিন এবং পঞ্চম শ্রেনিতে দ্বিতীয় গ্রেডে ফারাজানা সুলতানা লুবনা।

সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তরা ছাড়াও উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সাংবাদিক সোয়েব সাঈদ, আল মাহমুদ ভূট্টো, অভিভাবক মো. আবুল কালাম আজাদ, সুলতান মাহমুদ, ছেনুয়ারা বেগম, রুম্পা বেগম, স্কুলের সহকারী শিক্ষক মো. নুরুল আজিম, সুবি বড়ুয়া, ডেজি, মনজু বড়ুয়া, মো. ইসমাইল, আলা উদ্দিন ছোটন, মোজাম্মেল হক লিটন, মরিয়ম বেগম, আমির হামজা প্রমূখ।

Exit mobile version