parbattanews

রামু নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল  বৃহস্পতিবার

নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজরের রামুর বাঁকখালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রামু ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ২টায় অফিসের চর ওসমান সরওয়ার আলম চৌধুরী সেতু সংলগ্ন বাঁকখালী নদীতে এ কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিবেন।

এতে প্রধান বক্তা থাকবেন রামু কক্সবাজারের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। রামুর শত বছরের ঐতিহ্য বাঁকখালী নদীর নৌকা বাইচ খেলায় বিশেষ অতিথি থাকবেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপি, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলী, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধরসহ জেলা-উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৬ এর সভাপতি ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম।

এদিকে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা সুন্দর ও সুশৃংখল ভাবে সম্পন্ন করতে রামু উপজেলার সর্বস্তরের ক্রীড়ামোদিদের আমন্ত্রণ জানিয়েছেন, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৬ এর সভাপতি ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম।

Exit mobile version