parbattanews

রামু পিক আপ-মিনিট্রাক চালক-শ্রমিক সমবায় সমিতি এর নির্বাচন সম্পন্ন

রামু প্রতিনিধি:

রামু উপজেলা পিক আপ-মিনিট্রাক চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং ৬০০/১) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে মোস্তাক আহমদ সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কলিম উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ হারুন, কোষাধ্যক্ষ আবু তাহের, কার্যকরী সদস্য মো. রাসেল, ফরিদুল আলম, ওবাইদুল হক, নুরুল হাকিম, ইমাম শরীফ, অছিয়র রহমান, মো. হোসেন ও মো. রাজ্জাক।

শুক্রবার (১৫ মার্চ) রামু বাইপাসস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১শ’ ৩৪ ভোট পেয়ে কলিম উল্লাহ (দেয়াল ঘড়ি) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হেলাল উদ্দিন ভুট্টো (গোলাপ ফুল) ১শ’ ১৯ ভোট পান। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩শ’ ৭ জন ভোটারের মধ্যে ২শ’ ৫৩জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনায় ছিলেন রামু উপজেলা সমবায় অফিসার মো. সলিম উল্লাহ, রামু থানার উপ-পরিদর্শক মুকিবুল হোসেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আক্তার আলম, রুপন শর্মা, নেপাল বড়–য়া প্রমুখ।

Exit mobile version