রামু মৈত্রী বিহারে কঠির চীবরদান অনুষ্ঠিত

Ramu pic 29-mp kamol-2

রামু প্রতিনিধি:

২০১২ সালের ২৯ সেপ্টেম্বরের হামলাকারীদের কোন ধর্মীয় পরিচয় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। হামলাকারীরা জঙ্গি। তাদের কাছে কোন ধর্মের মানুষও নিরাপদ নয়।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রামু উপজেলা শ্রীকুল মৈত্রী বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গিবাদীরা একই ভাবে ইসলামকেও ক্ষতিগ্রস্ত করছে। মানবতা ও ধর্মের বিরুদ্ধে অপতৎপরতাকে কোন ভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুপ্ত ভূষণ বড়ুয়া, জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরী, সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব সন্তোষ বড়ুয়া।

সংস্কৃতিকর্মী মানসী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকৌশলী তরুণ বড়ুয়া। এ সময় খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আব্দুল মাবুদ, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ, সিনিয়র সাংবাদিক দর্পণ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর, জেলার সর্বপ্রথম বৌদ্ধ ধর্মীয় পত্রিকা বোধিরত্নের প্রধান সম্পাদক দুলাল বড়ুয়া, কক্সবাজার বুড্ডিস্ট ডেবেলপমেন্ট প্রোগ্রামের চেয়ারম্যান সুরেশ বড়ুয়াসহ হিল্লোল বড়ুয়া, কেতন বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া, পূণ্যধন বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন