parbattanews

রামু সত্যপ্রিয় পাঠাগারে কম্পিউটার সামগ্রী প্রদান

রামু প্রতিনিধি:

কম্পিউটার শিখি. বিশ্বকে জানি এই স্লোগান নিয়ে রামু কেন্দ্রীয় সীমা বিহারে পন্ডিত সত্যপ্রিয় পাঠাগারে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে। এ উপলক্ষে রোববার (২৯ জুন) দৈনিক প্রথম আলোর ট্রাষ্ট কর্তৃক কম্পিউটার সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহার অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের। তিনি বলেন, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু সহিংসতায় মন্দিরের পাশাপাশি হাজার বছরের ঐতিহ্য বিভিন্ন ধর্ম গ্রন্থ, পুঁতি পত্রের প্রাচীন পান্ডুলিপিসহ তৎকালিন ত্রিপিটক লাইব্রেরীর পুড়ে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় নবনির্মিত বিহার ভবন নির্মাণ করা হলেও একটি পাঠাগারের অভাব পূরন করেছে প্রথম আলো ট্রাষ্ট। এ জন্য তিনি সংলিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর কক্সবাজারের স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা। তিনি বলেন প্রথম আলো পত্রিকা প্রকাশনার পাশাপাশি মানব সেবা মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে এই সত্যপ্রিয় পাঠাগার প্রতিষ্ঠা, আসবাবপত্র, বই, কম্পিউটার সামগ্রী প্রদানসহ প্রয়োজনীয় সহযোগীতা করতে পেরে গর্ববোধ করছে।

Exit mobile version