রামু সোনালী অতীত ফুটবল লীগে চ্যাম্পিয়ন অমল বড়ুয়া

Ramu Sonali Otit Football  PIC 27.2.2015(1)রামু প্রতিনিধি:

রামুতে ‘আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি সোনালী অতীত ফুটবল লীগ ২০১৪’ এর ফাইনাল খেলায় অপরাজিত লীগ চ্যাম্পিয়ন হয়েছে ‘প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল’। ট্রাইব্রেকারে ‘প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ৪-৩ গোলে মরহুম ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দল ‘প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল’কে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন, প্রধান অতিথি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তোলে দেন, বিশিষ্ট সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাহবুব উল করিম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, রামু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায় কিস্লু, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম রাশেদ হোসাইন নান্নু। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলক বড়ুয়া।

আপ্পু’র সঞ্চালনায় ট্রফি বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি নবু আলম প্রমুখ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ। সহকারী রেফারী ছিলেন, দুলাল বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া ও সুফল বড়ুয়া। খেলার ধারাভাষ্য দেন, সাংবাদিক দর্পণ বড়ুয়া।

খেলায় প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দলের সাথে সমানে সমান লড়েও শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছে মরহুম ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দল। খেলার শুরু থেকে পাল্টাপাল্টি আক্রমণে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠা খেলায় শেষ হাসি হেসেছে প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দলের খেলোয়াড়রা। টাইব্রেকারে প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল ৪-৩ গোলে মরহুম ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নেয়। পুরো ম্যাচে ভাল খেলেও মরহুম ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দল পরাজিত হয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচ শুরুর দুই মিনিটেই মরহুম ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দলের আক্রমণভাগের খেলোয়াড় চম্পক বড়ুয়া সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। এসময় বল গোলবারের ওপর দিয়ে চলে যায়। দশ মিনিটে একই দলের খেলোয়াড় জিটু বড়ুয়া তীব্র সট গোলরক্ষক রুহুল আমিন রকির হাত থেকে গোলবারের লেগে ফিরে আসে। পাল্টাপাল্টি আক্রমণে প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দলের বিকাশ বড়ুয়া বিভাষের তীব্র সট প্রতিহত করে প্রতিপক্ষদলের গোলরক্ষক রাজু বড়ুয়া।

দ্বিতীয়ার্ধের শুরুর ৮ মিনিটে মাঠের ডান পাশ দিয়ে জ্যোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গলের সট থেকে বল পেয়েও অসিত পাল গোল করতে পারেন নি। এসময় প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দলের গোলরক্ষক রুহুল আমিন রকি দক্ষতার সাথে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দলের অধিনায়ক মোঃ নুরুল্লাহ মঞ্জুরে খুদা’র কয়েকটি পাস থেকে ডি বক্সের ভিতরে বল পেয়েও গোল করতে পারেন দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার সংগীত বড়ুয়া। অপর দিকে জ্যোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গলের পাস থেকে বল পেয়েও গোলের সুযোগ সৃষ্টি করতে পারেননি মরহুম ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দলের আক্রমণভাগের খেলোয়াড় জিটু বড়ুয়া ও চম্পক বড়ুয়া। ফলে খেলা গোল শূন্য ড্র হলে, ট্রাইব্রেকারে খেলা নিষ্পত্তি করা হয়।

টাইব্রেকারে প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দলের বিকাশ বড়ুয়া বিভাষ, মোঃ নুরুল্লাহ মনজুরে খুদা, আবুল মনসুর, মোঃ নুরুল আলম ও মরহুম ফরোখ আহমদ লালু স্মৃতি ফুটবল দলের চম্পক বড়ুয়া, জিটু বড়ুয়া, জ্যোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গল গোল করলেও প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দলের রুপায়ন বড়ুয়া, মোঃ রুহুল আমিন রকি এবং মরহুম ফরোখ আহমদ লালু স্মৃতি ফুটবল দলের টিটু বড়ুয়া, সজল বড়ুয়া, সত্যব্রত বড়ুয়া গোল করতে ব্যর্থ হয়।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাব আয়োজিত ‘আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি সোনালী অতীত ফুটবল লীগ ২০১৪’ এ ‘প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ অপরাজিত লীগ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।

প্রয়াত অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল: মোঃ নুরুল্লাহ মনজুরে খুদা (অধিনায়ক), মোঃ রুহুল আমিন রকি (গোলরক্ষক), কিশোর বড়ুয়া, রুপায়ন বড়ুয়া, ইউনুচ রানা চৌধুরী, খালেদ শহীদ, সংগীত বড়ুয়া, মোঃ নুরুল আলম, বিকাশ বড়ুয়া বিভাষ, আবুল মনসুর, সুজিব বড়ুয়া।

এ দলে বদলি খেলোয়াড় হিসেবে খেলেন, ব্যোমকেশ বড়ুয়া, দুলাল বড়ুয়া।

মরহুম ফরোখ আহমদ লালু স্মৃতি ফুটবল দল: সজল বড়ুয়া (অধিনায়ক), রাজু বড়ুয়া (গোলকিপার), টিটু বড়ুয়া, কাজল বড়ুয়া, প্লাবন বড়ুয়া, জিটু বড়ুয়া, চম্পক বড়ুয়া, গিয়াস উদ্দিন, বদরুল হুদা, সত্যব্রত বড়ুয়া, জ্যোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গল।

এ দলে বদলি খেলোয়াড় হিসেবে খেলেন, তুহিন বড়ুয়া শানু, অসিত পাল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন