parbattanews

রামু সোনালী অতীত ফুটবল লীগের ফাইনালে চেয়ারম্যান দলের মুখোমুখি হবে মহাজনের দল

ramu  pic 28.12

উপজেলা প্রতিনিধি, রামু :

রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০১৩ এর ষষ্ট ম্যাচে মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দল ১-০ গোলে বিজয়ী হয়ে সাত পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে ক্ষেমেশ বড়ুয়া মহাজন ফুটবল দল বিজিত হয়েও ছয় পয়েন্ট নিয়ে ফাইনাল খেলার যোগ্যতা ধরে রাখে। রামু সোনালী অতীত ফুটবল লীগের ফাইনালে উভয় দল আবারো মুখোমুখি হবে।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের আট মিনিটে মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দলের অধিনায়ক বিজন বড়ুয়ার পাস থেকে মিটফিল্ডার রিটু বড়ুয়া জয়সূচক গোলটি করেন। পরবর্তীতে উভয় দল মরিয়া হয়ে খেলেও আর কোন গোলের দেখা না পাওয়ায় মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দল সাত পয়েন্ট ও ক্ষেমেশ বড়ুয়া মহাজন ফুটবল দল ছয় পয়েন্ট নিয়ে আবারো ফাইনালে মুখোমুখি হবে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দলের খেলোয়াড় রিটু বড়ুয়া।

তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলায় ক্ষেমেশ বড়ুয়া মহাজন ফুটবল দলের অধিনায়ক ছিলেন রামু চৌমুহনী ক্ষুদ্র বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক, অতীত কৃতি ফুটবলার সজল বড়ুয়া। অপরদিকে তাঁরই ছোট ভাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র সদস্য, জাতীয় দলের অতীত কৃতি গোলরক্ষক বিজন বড়ুয়া ছিলেন মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দলের অধিনায়ক।

অন্যদিকে দু’সহোদরের মধ্যে বড় ভাই সংগীত বড়ুয়া ছিলেন ক্ষেমেশ বড়ুয়া মহাজন ফুটবল দলের স্ট্রাইকার ও ছোট ভাই চম্পক বড়ুয়া ছিলেন মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দলের স্টাইকার। এছাড়া ক্ষেমেশ বড়ুয়া মহাজন ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে যেমন ছিলেন আপন দু’ভাই অরুন বড়ুয়া ও বিকাশ বড়ুয়া, তেমনি মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দলের হয়ে খেলেন আরেক আপন দু’ভাই মোহাম্মদ নুর উল্লাহ মনজুর এ খুদা ও খালেদ শহীদ। তাঁরা দু’জনই মরহুম মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যানের সন্তান। শিরোপা প্রত্যাশী দু’দলের আক্রমন-পাল্টা আক্রমানত্বক খেলায় সহোদরদের প্রাধান্য থাকলেও ক্ষেমেশ বড়ুয়া মহাজন ফুটবল দলের খেলোয়াড় ও প্রয়াত ক্ষেমেশ বড়ুয়ার দু’সন্তান অনুপ বড়ুয়া সুনু ও তরুপ বড়ুয়া বদলি খোলোয়াড় হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিয়ে সাইড লাইনে বসে থাকতে দেয়া গেছে। শনিবারের ভ্রাতৃত্বপূর্ণ এ খেলা রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের ক্রীড়াপ্রেমী দর্শকদের উৎসাহিত করেন। ব্যাংকার ও অতীত ফুটবলার অলক বড়ুয়ার আঞ্চলিক ধারা বর্ণনা দর্শক শ্রোতাদের আনন্দে মাতিয়ে রাখেন। তাঁর সাথে ছিলেন ওমর ফারুক মাসুম।

খেলায় প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতীত ফুটবলার ছালেহ আহমদ। সোনালী অতীত ফুটবল লীগ পরিচালনায় কমিটির আহবায়ক নুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এম. জাহেদুল্লাহ, জেলা ফুটবল দলের কোচ খোরশেদ আলম, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম টিটু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি সাবেক কৃতি ফুটবলার ছিদ্দিক আহমদ প্রমূখ।

খেলা পরিচালনা করেন-রেফারী রাজু বড়ুয়া, সহকারী- সুমন বড়ুয়া ও চঞ্চল বুড়য়া। চতুর্থ রেফারী ছিলেন প্রণয় বড়ুয়া পদ্ম।

‘ক্রীড়া ঐতিহ্য জাতীয় সমৃদ্ধির পরিচায়ক’ এ শ্লোগানে রামুর ক্রীড়া ঐতিহ্য প্রচার-প্রসারের লক্ষে প্রাক্তন ফুটবলারদের সংগঠন রামু সোনালী অতীত ফুটবল ক্লাব এ টূর্ণামেন্টের আয়োজন করে। টূর্ণামেন্টের চারটি দল অংশ নিচ্ছে। দলগুলোর মধ্যে রয়েছে, মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দল, রামু অফিসার্স ক্লাব ফুটবল একাদশ, অমিয় বড়ুয়া ফুটবল দল ও ক্ষেমেশ বড়ুয়া ফুটবল দল।

Exit mobile version