parbattanews

রামু স্বাস্থ্য কমপ্লেক্স ও করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন- স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছ দিতে সরকার নানামুখি উদ্যোগ নিয়েছে। চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে সরকারের এ উদ্যোগ সফলতা লাভ করবে। তিনি বলেন-করোনা মহামারী চলাকালে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সম্ভব হয়েছে।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৭৫ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

শুক্রবার (১১ জুন) সকাল দশটায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমএনসিএইচ) ডা. মো. শামসুল আলম, প্রোগ্রাম ম্যানেজার ডা. আজিজুল আলম, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, এমওএইচএফডব্লিউ এর কো-অর্ডিনেশন সেলের চীফ কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ডা. আলী এবং ইউএনএফপিএ, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৭৫ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল, মেডিকেলের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট, অক্সিজেন জেনারেটর প্লান্টসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ অতিথিবৃন্দ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এরআগে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা সহ অতিথিবৃন্দ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।

Exit mobile version