পর্দা উঠলো রাশিয়া বিশ্বকাপের

 

পার্বত্যনিউজ ডেস্ক:

অপেক্ষার প্রহর শেষ হলো অবশেষে। রাশিয়ায় বসল বিশ্বকাপ। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন রোনালদোর হাত ধরে পর্দা উঠলো রাশিয়া বিশ্বকাপের।

ব্রাজিলিয়ান ‘ফেনোমেনন’-এর সঙ্গে মাঠে আসা এক কিশোরের হাত ধরে মস্কোর লুজনিকি স্টেডিয়ামের মাঝখানে ফুটবলের আদলে বানানো মঞ্চে উঠলেন রোবি উইলিয়ামস। ব্রিটিশ এই সংগীত শিল্পীর গানের তালে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

লুঝনিকির মাঠে অপেরার জাদু নিয়ে এরপর ঢোকেন আইদা গারিফুলিনা। রুশ এই নারী শিল্পী থাকতে থাকতেই মাইক্রোফোনে হাতে দেখা মেলে ইংলিশ তারকা রবি উইলিয়ামসের। মাঝে ৩২ দেশের পতাকা নিয়ে করা হয় মাঠ প্রদক্ষিণ। সঙ্গে ৫০০ নৃত্যকর্মী আর জিমন্যাস্টদের মনোমুগ্ধকর নৈপুণ্য তো ছিলই।

পর্দা ওঠার পাট তো চুকল। এবার পালা মাঠের বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আধা ঘণ্টা পর রাত ৯টায় স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের ম্যাচ দিয়েই শুরু হয় বিশ্বকাপের ২১তম আসরের।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন