parbattanews

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বসছে আওয়ামী লীগ

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমার দিন সকাল ১১টায় সংসদ ভবনে এই বৈঠক করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং দলীয় প্রধান ও সংসদ নেতা শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন এবং দলের আনুষাঙ্গিক বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।”

আগামী ২৯ এপ্রিল সংসদে সংসদ সদস্যরা মো. জিল্লুর রহমানের উত্তরসূরিকে নির্বাচন করবেন।

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলটি যাকে মনোনয়ন দেবে, তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। 

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে স্পিকার আবদুল হামিদই আওয়ামী লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন বলে জোর আলোচনা রয়েছে।

সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হয়েছিল সংসদ সদস্যরা।

এদিকে ২১ এপ্রিল বিকালে নবম সংসদের সপ্তদশ অধিবেশনও বসতে যাচ্ছে।

Exit mobile version