রাষ্ট্রবিরোধীরা রাষ্ট্রের পতাকা লাগিয়ে ঘুরছেন, আমরা পালিয়ে বেড়াচ্ছি : থোয়াই চিং মং শাক


অনলাইন অ্যাক্টিভিস্ট ও সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেছেন, পাহাড় নিয়ে ষড়যন্ত্রকারী রাষ্ট্রবিরোধীরা রাষ্ট্রের পতাকা লাগিয়ে ঘুরছেন, অথচ আমরা পালিয়ে বেড়াচ্ছি।’
গতকাল ৮ অক্টেবর বুধবার রাজধানীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানামুখী ষড়যন্ত্রের কারণ অনুসন্ধান নিয়ে রাষ্ট্রযন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা যারা বাংলাদেশপন্থী হয়ে পার্বত্যাঞ্চল নিয়ে কাজ করছি, তাদের সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়ে কেউ ভাবছে না।’
সন্তু লারমা ও প্রসীত বিকাশ খীসার সাথে রাষ্ট্রীয় আলোচনার সমালোচনায় তিনি বলেন, আমরা বসছি সন্তু লারমার সাথে, বসছি প্রসীত বিকাশ খীসার সাথে। যারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন তারা গাড়িতে রাষ্ট্রের পতাকা লাগিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ান। আর আমরা যারা দেশের পক্ষে কথা বলি, তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এটাকে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জাজনক মনে করি।
তিনি বলেন, ‘বাংলাদেশের চাকমা শুধুমাত্র খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলায় আছে। আর কোনো দেশে নাই। পার্বত্য চট্টগ্রামে খেয়াং হচ্ছে সবচেয়ে সংখ্যালঘু। অথচ পাশ্ববর্তী মিয়ানমারের কাচিং স্টেটে তারা সংখ্যাগরিষ্ঠ। পুরো স্টেট তাদের দখলে। আমাদের এখানে যারা সংখ্যালঘু, পাশ্ববর্তী দেশে তারা সংখ্যাগরিষ্ঠ। দেশে নাথান বম তৈরির পেছনে এটিও একটি কারণ।’