রিয়ালের বিপক্ষে এক আর্জেন্টাইনের চার গোল

fec-image

কয়েকদিন আগেও বার্সেলোনাকে রুখে দিয়েছিল জিরোনা। তবে, সেই শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদকে এবার চমকে দিলো তারাই। তাদের আর্জেন্টাইন খেলোয়াড় ভ্যালেন্টিন ক্যাস্তেয়ানোস, এই শতাব্দির প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় রিয়ালের জালে চারবার বল পাঠালেন তিনি।

জিরোনা ঘরের মাঠে ৪-২ গোলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে হারিয়ে তাদের শিরোপার মিশনে বড় ধাক্কা দিলো। কার্লো আনচেলত্তির দল সাত ম্যাচ হাতে রেখে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১১ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ দল বার্সা বুধবার দশম স্থানে থাকা রায়ো ভায়েকানোর মাঠে নামবে। ম্যাচের ১২ মিনিটে মিগুয়েল গুতিরেজের ক্রস থেকে আনমার্কড ভ্যালেন্টিন হেডে লক্ষ্যভেদ করেন।

১২ মিনিট পর জিরোনা ব্যবধান দ্বিগুণ করে। লম্বা পাস থেকে ভ্যালেন্টিন বক্সে ঢুকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে রিয়াল কিপার আন্দ্রি লুনিনের নিচ দিয়ে জাল কাঁপান। ৩৪তম মিনিটে ভিনিসিউস জুনিয়র ব্যবধান কমান। মার্কো আসেনসিওর ক্রসে দূরের পোস্ট দিয়ে গোল করেন রিয়াল ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের ৩৬ সেকেন্ডে ভ্যালেন্টিন তৃতীয় গোল করেন। রিয়ালের ডিফেন্স ফাঁকা পেয়ে ডান পায়ের হাফ ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।২৪ বছর বয়সী আর্জেন্টাইন আবার রিয়ালের বক্সে সুযোগ পান এবং ৬২ মিনিটে চতুর্থ গোল করেন। এটি ছিল তার ১১তম লিগ গোল। ১০ মিনিট পর বদলি হয়ে মাঠ ছাড়েন ভ্যালেন্টিন। ৮৫ মিনিটে রিয়ালের লুকাস ভাসকেস কাছ থেকে সান্ত্বনাসূচক গোল করেন।

আমেরিকান দল নিউ ইয়র্ক সিটি থেকে ধারে জিরোনায় যোগ দেওয়া ভ্যালেন্টিন পুরো ম্যাচে ১৫ বার বল পায়ে নেন এবং লক্ষ্যে নেওয়া প্রতি শটে করেছেন গোল। ৭৫ বছর পর লা লিগায় রিয়ালের বিপক্ষে কোনও খেলোয়াড় একাই চার গোল করলেন। ১৯৪৭ সালের ডিসেম্বরে রিয়াল ওভিয়েদোর হয়ে সবশেষ এই কীর্তি গড়েন এস্তেবান এচাভেরিয়া।

ইনজুরির কারণে এই ম্যাচে ছিলেন না রিয়ালের নিয়মিত গোলকিপার থিবো কোর্তোয়া ও ফরোয়ার্ড করিম বেনজেমা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফুটবল, রিয়াল মাদ্রিদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন