parbattanews

রুগ্ন কেপিএমকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা হবে: শিল্প সচিব

কাপ্তাই প্রতিনিধি:

তিন পার্বত্য জেলা তথা এশিয়া মহাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস্ লিঃ(কেপিএম)কে আবারও রুগ্ন শিল্প থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা হবে।

শুক্রবার শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল হালিম কেপিএম পরিদর্শনকালে সার্বিক দিক পর্যালচনা করে একথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ বছর ধরে এ মিল দেনা ও সিন্ডিকেটের ফলে মিলটি অলাভজনকে পরিনত হয়। যার ফলে মিলটি দিন দিন রুগ্ন শিল্পতে পরিনত হয়। সরকার তথা বিসিআইসি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংসদীয় টিম একাধীকবার মিলটি লাভজনে পরিনত করার জন্য পরিদর্শন করে। এ সময় সচিবকে ভিউ ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএমএ কাদের, বিসিআইসির পরিচালক(উৎপাদন ও গবেষণা) শাহিন কামাল, মহা-ব্যবস্থাপক আসাদুর রহমান, ভিউ ক্লাবের সম্পাদক অতিরিক্ত ব্যবস্থাপন(বন), মো. শহীদুল্ল্যা, কেপিএম মহিলা ক্লাবের সম্পাদক উম্মে আইমন তুহিন, বিসিআইসি ও কেপিএম ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিবিএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version