রুমায় আগুনে পুড়ে সর্বস্ব হারালো একটি মারমা পরিবার


বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ক্যাম্বাওয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালো একটি মারমা পরিবার।
সোমবার (১০ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। ঘরবাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম উচহ্লা মারমা।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘরে নগদ ১২ লাখ টাকা, ৩ ভরি সোনাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তারা আরও জানায়, নিত্যদিনের মতো সোমবার সকালে সবাই জুমে চাষাবাদ করতে চলে যায়। তাই ঘরে আগুন লাগার ধোঁয়া দূর থেকে দেখলেও কিছুই করার ছিলো না। যতক্ষণে আমরা ফিরে আসি ততক্ষণে ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়।
উচহ্লা মারমা বলেন, এখন আমি কী করব, আমার কাছে উপরে আকাশ আর নিচে মাটি। এছাড়া আর কিছু দেখি না।
রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মারমা বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে দরকারি জিনিস হিসেবে হাড়ি পাতিল ও চালসহ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তাছাড়া প্রয়োজনীয় সহযোগিতার জন্য বিষয়টি বিস্তারিতভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে নগদ পাঁচ হাজার টাকা ও ৩০ কেজি চাল দেওয়া হবে।

















