parbattanews

রুমায় সেনাবাহিনীর অভিযানে বনবিভাগের কাঠ উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ফরেস্ট বাগান থেকে লুটপাটের ৯০-১০০পিস কাঠ উদ্ধার করা হয়েছে।

শনিবার(১ ফেব্রিুয়ারি) দুপুর ১টার দিকে রুমা-বগালেক সড়কের ১১মাইল শৈরাতং পাড়ার গভীর জঙ্গল ঝিড়ির নিচ এলাকার ৩৫৩নং কোলাদি মৌজার আওতাভুক্ত সরকারি বনাঞ্চল থেকে বিপুল পরিমানে গাছ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় জব্দ করে সেনা দল।

এলাকার সূত্র জানায়, রুমা উপজেলার শ্রমিকলীগের সভাপতি চাইশৈহ্লা মারমা নামে এক ব্যক্তির সরকারি ফরেস্ট বনাঞ্চল থেকে কাঠগুলো অবৈধভাবে পাঁচার করা হয়েছে বলে এমনটাই জানিয়েছে।

সেনা জোন কমান্ডার পিএসসি লে. কর্নেল মো. আকবর হোসেন এর নেতৃত্বে শনিবার দুপুরে কাঠগুলো জব্দ করা হয়েছে। কাঠ এর বিষয়ে রুমা থানায় মামলা করা হবে বলেও জানা যায়।

Exit mobile version