parbattanews

রুমায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

ff-copy

রুমা প্রতিনিধি:

অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি নোয়াখালীর চাপারাশি গ্রামে।

শনিবার দেড়টায় রুমা সদর ইউনিয়নের থানাপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শরিফুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইউএনও থানা পাড়া এলকার সাংগু নদীর চড়ে পরিদর্শনে গেলে ব্যাপকহারে বালু উত্তোলনের দৃশ্য দেখতে পান। ওই সময় এক শ্রমিককে আটক করতে সক্ষম হয়। পরে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র ১১ধারায় মোহাম্মদ সাইফুল ইসলামকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

 

Exit mobile version