parbattanews

রুমায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’র প্রতিবাদে মানববন্ধন

রুমা বাজার হরিমন্দির মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষয়দ চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় রুমা বাজার হরিমন্দির মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন থোয়াইসা নু মারমা, মংক্যচিং মারমা প্রমুখ।  এতে বক্তারা বলেন- পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমার উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তারা।

এদিকে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান- কিছু লোক তার উন্নয়ন কর্মকাণ্ড ও সুনাম হোক, সেটা চায়না। এজন্য আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

প্রসঙ্গত; সম্প্রতি পাইন্দু ইউপি চেয়ারম্যানের বিরদ্ধে সোলার প্যানেল বিতরণের নামে ১৫শত টাকা করে অর্থ আদায়ের অভিযোগ তুলেন আরথা পাড়া ও মুননোয়াম পাড়ার স্থানীয় লোকজন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগও দিয়েছেন তারা।

Exit mobile version