parbattanews

বান্দরবানের রুমায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যা

গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমায় সম্ভাব্য এক ইউপি চেয়ারম্যান প্রার্থিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার ভোর সাড়ে তিনটায় রুমা উপজেলার গালেগ্যা ইউনিয়নের রামদু পাড়ায় তার নিজ বাসভবন থেকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। নিহত ব্যক্তির নাম শান্তি ত্রিপুরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শান্তি ত্রিপুরা স্থানীয় জনসংহতি সমিতির সদস্য। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জন সংহতি সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিনি খুন হয়ে থাকতে পারেন। তবে এ ঘটনায় জনসংহতি সমিতির কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ভোর সাড়ে তিন টার দিকে শান্তি ত্রিপুরা রামদু পাড়ার তার নিজ বাসায় ঘুমন্ত থাকাকারে একদল সন্ত্রাসী তার বাসা ঘেরাও করে অপহরণ করে নিয়ে যায়। পরে ১ কিলোমিটার দূরে আদিকা পাড়ার কাছে জঙ্গলে তাকে গুলি করে হত্যা করার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল রুমা থেকে ১২ কি. মি. দুরে দুর্গম এলাকায় হওয়ায় সেখানে এখনো পুলিশ পৌঁছাতে পারেনি।তবে রুমা থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা নিশ্চিত করে বলতে পারে নি।

বিস্তারিত আসছে…..

Exit mobile version