parbattanews

রুমায় জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

????????????????????????????????????

রুমা প্রতিনিধি:

রুমার সাংগু কলেজের আয়োজনে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কলেজের সামনে প্রধান সড়কে লাইনে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী এক মানববন্ধন করা হয়।

পরে ‘আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণই উন্নয়নের পূর্বশর্ত ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সাংগু কলেজ মিলনায়তনে প্রভাষক নুখ্যাই প্রু মারমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের প্রভাষক সানু মং মারমা, তাহমিনা নাছিমা আক্তার খানম, উথোয়াই মারমা, একাদশ শ্রেণির শিক্ষার্থী হ্লা সিং চিং মারমা, তাহমিনা আক্তার, শৈ সা হ্লা, টুর্কি চাকমা ও রহিম ত্রিপুরা প্রমূখ।

সমাপনী বক্তৃতায় প্রভাষক নুখ্যাই প্রু বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশে একটি জাতীয় সমস্যা। এ জঙ্গীবাদ নির্মূল করতে আগে নিজে এবং পরে নিজের পরিবার ও সমাজকে সচেতন করে জাগিয়ে তুলতে হবে। এতে করেই জাতি জঙ্গীবাদ রুখতে পারবে।

Exit mobile version