parbattanews

রুমায় জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রান সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এলাকার গরীব দুস্থ পাহাড়ি -বাঙ্গালিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায়রুমা ব্যাটালিয়ান ৯ বিজিবি উদ্যোগে রুমা সদরঘাট এলাকায় ত্রাণ বিতেরন করেছে।

এছাড়াও একই সময়ে মেডিকেল অফিসার মেজর এস এম শাহাবুদ্দিন আহমদ, এেমসির নেতৃত্বে মেডিকেল টিম গঠন করে এলাকার গরীব দুস্থ সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য ত্রান বিতরণ ও মেডিকেল টিম কার্যক্রম পর্যবেক্ষণ করেন, রুমা ব্যাটালিয়ান ৯ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ কবীর, এসি।

এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের সাহসী ও বলিষ্ঠ নেতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন তিনি।

এর আগে বন্যায় কবলিত চান্দা পাড়া ও সংগং পাড়াবাসীর বাড়িঘর সম্পূর্নভাবে ভেঙ্গে যাওয়া অসহায় ও দুস্থ পরিবারের লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Exit mobile version