parbattanews

রুমায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

‘শিশুদের জন্য হ্যাঁ বলুন, শিশু অধিকার নিশ্চিত করুন’প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানের রুমায় দুই দিনব্যাপী ‘শিশু মেলা’উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে মেলার  উদ্বোধন করা হয়।

শিশু মেলা উপলক্ষে সকালে ২নং রুমা ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা কে এম খালিদ বিন জামান, রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান অং থোয়াই চিং র্মামাসহ রুমা উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একজন শিশুকে প্রতিষ্ঠিত করা গেলে সে শিশু পরিবার তথা দেশের সম্পদ হিসেবে পরিণত হবে। তাই শিশুদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে আমাদের সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, এবারের শিশু মেলায় প্রায় ১৫টি স্টল অংশ নেন। মেলা রবিবার (৩ ফেব্রুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে।

Exit mobile version