parbattanews

রুমায় দূর্ঘটনায় আহত সেই ট্যুরিস্ট গাইড মারা গেছে

ruma-pic-copy

রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমা-বগালেক সড়কের সড়ক দূর্ঘটনায় আহত ট্যুরিসট গাইড সেই রবনা তালুকদার(৪০) বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার লাশ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রুমা সদরে বড়ুয়া পাড়ায় নিজ বাসায় পৌঁছায়। বিকেল সাড়ে চারটায় ধর্মীয়-সামাজিক রীতি-নীতি অনুযায়ী স্বাভাবিক কাজ সেরে তাকে রুমার সম্মিলিত কবর স্থানে সৎকার করা হয়েছে বলে নিকটতম আত্মীয় স্বজনরা জানিয়েছে।

জানা যায়, বুধবার রুমা-বগালেক সড়কে সুইরাতং যাওয়ার পথে ৯কিলোমিটার এলাকায় বিকেল সাড়ে চারটায় পাহাড় রাস্তা টার্নিংয়ে উঠতে গিয়ে জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে মহিলাসহ চারজন আহত হয়। তার মধ্যে টুরিস্ট গাইড রবনা তালুকদার ও প্রকৌশলী আমিনুল ইসলাম(৩৫)কে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। পরে রবনা অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই রাতে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাতে মারা যায়।

এদিকে রবনা তালুকদার অকাল মৃত্যুতে রুমায় তার নিজ বাড়িতে পরিবারের সদস্যবর্গ-আত্মীয়স্বজন ও  টুরিস্ট গাইড সমিতির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। সে রুমা প্রশাসনের অনুমোদিত টুরিস্ট গাইগ বা পদপ্রদর্শক সমিতি‘র সহজ-সরল বিশ্বাসী সিনিয়র সদস্য ছিলেন বলেও জানিয়েছে তার ঘনিষ্টরা।

Exit mobile version