parbattanews

রুমায় বন্যপ্রাণী শিকারের অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড

dd-1-copy

রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমা সদরে অবাধে বন্যপ্রাণী শিকারের অপরাধে এক ব্যক্তিকে ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক এ জরিমানা করেন। দণ্ডিত ব্যক্তির নাম সুলতান আহম্মদ, তার পিতার নাম উল্লাহ মিয়া। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার তৈতং এলাকায় বলে জানা গেছে।

জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে বন্যপ্রাণী  হরিণের একটি শাবকসহ সুলতান আহম্মদ নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী(সংরক্ষণ) আইনের ১৮ ধারায় উল্লেখিত বন্যপ্রাণী শিকারের অপরাধে সুলতান আহাম্মদকে ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

Exit mobile version