parbattanews

রুমায় ভাল্লুকের আক্রমনে এক ব্যক্তি আহত

ভাল্লুকের আক্রমনে আহত গর্ডেন ত্রিপুরা

 

জঙ্গলে তরকারি খুঁজতে গিয়ে ভাল্লুকের আক্রমনে গুরুতর আহত হয়েছে গর্ডেন ত্রিপুরা (৩৬) নামে এক ব্যক্তি। তিনি রুমা গালেংগ্যা ইউনিয়নের মুংগহা পাড়ার বাসিন্দা ইমাজন ত্রিপুরার ছেলে।

বুধবার (২২ এপ্রিল)  বিকালে এঘটনা ঘটে । তিনি মোংগ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডপ্তরী হিসেবে কর্মরত আছেন।

পাড়াবাসিরা জানায়, আজ সকালে গ্রামের পাশে ঝিরিতে তরকারি খুঁজতে বেরিয়ে পরে গার্ডেন ত্রিপুরা। ঝিরির ভিতরে যাওয়ার পর ডুমুর গাছের উপরে দুটি বাচ্চাসহ মা ভাল্লুক ফল খাচ্ছিল, নিচে ছিলেন গর্ডেন ত্রিপুরা। কিছু বুঝে উঠার আগে তার উপর ঝাঁপিয়ে পরে মা ভাল্লুকটি। সঙ্গে সঙ্গে মুখে কামড় বসিয়ে দেয় তিন থেকে চার বার। তার পর চলে যায়। এসময় গার্ডেন ত্রিপুরার সাথে থাকা গামছা দিয়ে মুখ বেধে পাড়ায় চলে আসে। তার পর গ্রাম বাসিরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সামিয়া জানান, গার্ডেন ত্রিপুরা মুখের মাংসসহ চামড়া উঠে গেছে। মুখের হাড় ও ভেঙ্গে গেছে। মুখের বিভিন্ন স্থানে সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

Exit mobile version