parbattanews

রুমায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ পাথর শ্রমিককে সাজা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়নের রুমা খালে অবৈধভাবে পাথর উত্তোলনের কালে ৯ পাথর শ্রমিককে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার(১৯ নভেম্বর) অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান।

সাজা প্রাপ্তরা হলেন,  মাঝি লেদু মিয়াকে (৫২) বিনা শ্রমে তিন মাস এবং অপর আট শ্রমিক মো. হারুনুর রশিদ (২৪),আবদুল আজিজ (২৫),অজিত (২৭),শাহীন (২২),মোজাহের (২৪), মজিবুর রহমান (৩৩), মহিউদ্দিন (১৮) ও আবদুল মান্নানকে (২৫) পনের দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক সকলের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, পরিবেশ রক্ষার্থে অবৈধভাবে পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। তাদেরকে ছাড় দেওয়া হবে না।

এদিকে স্থানীয়দের অভিযোগে জানান, গরীব অসহায় শ্রমিকরা সাজা পেলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে সরকারদলীয় প্রভাবশালী মুল হোতারা। মুল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

Exit mobile version