parbattanews

রুমায় মায়‌াকুঞ্জ গেষ্ট হাউ‌জের দেয়া‌লে ফাটল

বান্দরবা‌নের রুমার বাজা‌রের মায়াকুঞ্জ গেষ্ট হাউ‌জের দেয়া‌লে বড় বড় ফাটল দেখা দি‌য়ে‌ছে। গত শুক্রবার (২৬ন‌ভেম্বর ) ভো‌রে আক‌ষ্মিক ভূ‌মিক‌ম্পে এ ফাটল দেখা দেয় ব‌লে জানা‌গে‌ছে।

স্থানীয়রা জানায়, ‌জেলা প‌রিষ‌দের অর্থায়নে রুমা বাজা‌রে এ ভবন‌টি করা হয়। ‌বহুতল এ ভব‌নের নি‌চে র‌য়ে‌ছে মা‌র্কেট ও উপ‌রে র‌য়ে‌ছে মায়াকুঞ্জ না‌মে আবা‌সিক গেষ্ট হাউজ। প্রতিবছর এখা‌নে বেড়া‌তে আসা হাজা‌রো পর্যটক রা‌ত্রি যাপন ক‌রে। ‌যে‌কোন মূহু‌র্তে দেয়ালগু‌লো ধ‌সে প‌ড়ে ঘট‌তে পা‌রে দূর্ঘটনা। তাই বড় ধর‌নের দূর্ঘটনা এড়া‌তে দেয়া‌লে ফাটল দেখা দেয়া এ ভবন‌টি ঝুঁ‌কিপূর্ণ কিনা তা প্রশাসন‌কে ক্ষ‌তি‌য়ে দেখার দা‌বি জা‌নি‌য়ে‌ছেন তারা।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, মায়াকুঞ্জ গেস্ট হাউ‌জের অভ‌্যার্থনা কক্ষ ও সি‌ড়ির পা‌শের ক‌য়েক‌টি দেয়া‌লে বড় বড় ফাটল ধ‌রে‌ছে। এসব ফাট‌লের অ‌নেক অং‌শে সি‌মেন্টর আস্তর ধ‌সে প‌ড়েছে মে‌ঝের উপর।

রুমা বাজা‌রের ক‌য়েকজন জানায়, যেভা‌বে দেয়ালগু‌লোতে ফাঁটল ধ‌রে‌ছে, এ দেয়াল যে কোন সময় ধ‌সে মানু‌ষের উপর প‌ড়ে বড় দুর্ঘটনা ঘট‌তে পা‌রে। প্রতি‌টি দেয়ালই ঝুঁ‌কিপূর্ণ। এ ছাড়া ভবন‌টিও ঝুঁকিপূর্ণ ‌কিনা তাও তদন্তের দা‌বি তা‌দের।

এ বিষ‌য়ে মায়াকু‌ঞ্জের ম‌্যা‌নেজার মো. আবু সিদ্দীক ব‌লেন, দেয়া‌লে ফাটল দেখা দি‌লেও ভিমগু‌লোর কোন ক্ষ‌তি হয়‌নি। তাই ভবন‌টি‌তে কেউ থাক‌লেও দূর্ঘটনায় পড়ার সম্ভাবনা নাই।

এ‌বিষ‌য়ে রুমার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. মামুন শিবলী জানান, ভূ‌মিক‌ম্পের পরপরই ভবন‌টির দেয়া‌লে ফাটল দেখা দি‌য়ে‌ছে। আ‌মি অবশ‌্য ভবন‌টি প‌রিদর্শন ক‌রে দেখব আস‌লেই ঝুঁ‌কিপূর্ণ কিনা।

Exit mobile version