parbattanews

রুমায় সরকারি আদেশ অমান্য করে মৎস্য শিকারের অপরাধে দুইজনকে ১৫দিনের কারাদণ্ড

কারাদণ্ড

 রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমা সদরে থানা লেকে সরকারি আদেশ অমান্য করে মৎস্য শিকারের অপরাধে  দুইজনকে ১৫দিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণি ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক এ দণ্ড দেন। দণ্ডিরা হলো, মোহাম্মদ শাহেদ মিয়া(৫৫) ও আব্দুস সফুর(৩৫)। এ দু‘জনের বাড়ি লোহাগাড়া থানার পদুয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রিত রুমা থানার সামনে একটি লেকে বেশ ক‘মাস ধরে চোরের চক্র রাতে মাছ শিকার করে আসছিল। বুধবার রাতে অভিযান চালালে মাছ ধরার যান্ত্রিক বড়শিসহ  হাতে-নাতে  দুইজনকে আটক করতে  সক্ষম হয়। আরও ক‘জন চোর পালাতে সক্ষম হয়। এসময় মাছ ধরার সামগ্রী হিসেবে বেশ ক‘টি যান্ত্রিক বড়শিসহ বিভিন্ন যন্ত্র জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারি আদেশ অমান্য করে  মাছ শিকার করায় দণ্ডবিধি ১৮৬০এর ১৮৮ধারায় ধৃত এ দুইজনকে ১৫দিন করে দণ্ডিত করা হয়। বৃহস্পতিবার তাদের জেলা সদর বান্দরবান জেলে পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Exit mobile version