parbattanews

রুমায় ৪ কাঠ কাটার শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ দাবি        

অপহরণ

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় ৪ কাঠ কাটার শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। তবে সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার(২৫ জানুয়ারি) দুপুরে ২ নং রুমা সদর ইউনিয়নের পান্তলাপাড়ার পান্তলাঘাট নামক স্থান থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন-বালঘাটা এলাকার মো. নুরুল আলম (৫০), চান্দনাইশের আহম্মদ কবির (৪৫), কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এর জমির হোসেন(৪০) ও মো. আনসার আলী (৩৫)। তারা রুমা উপজেলার পান্তলা এলাকার নাইতংপাড়ার কাছে পাহাড়ে বান্দরবান শহরের কাঠ ব্যবসায়ী মো. ইকবালের অধীনে কয়েক দিন ধরে গাছ কাটছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ জন অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা (০১৫০৫৮৪০১০২) নাম্বার থেকে ফোন করে কাঠের মালিকের কাছে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

এবিষয়ে রুমা থানার অফিসার ইনচার্য আবুল কাসেমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ঘটনার সত্যতা যাচা্ইয়ের চেষ্টা চলছে।

Exit mobile version