parbattanews

রুমা-থানচির নিরাপত্তায় প্রস্তুত ৪টি সাঁজোয়া যান

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতিসহ কেএনএফের একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে এরই মধ্যে দুই উপজেলায় বিশেষ সাঁজোয়া যান এপিসি আনা হয়েছে।, যা দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে গত শনিবার বান্দরবানের রুমা উপজেলা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

পরিদর্শন শেষে তিনি জানান, সাম্প্রতিক ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে সুনির্দিষ্টভাবে সেনাপ্রধানকে নির্দেশনা দিয়েছেন। হামলার সঙ্গে জড়িতরা যদি দেশের বাইরেও থাকে তাদের ইন্টারপোলের সাহায্যে দেশের মাটিতে ফিরিয়ে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় রবিবার বান্দরবান আসেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বেশ কিছু নির্দেশনা দেন।

এদিকে যৌথ অভিযানে আটক হয়েছেন রুমা, থানচি উপজেলায় হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত কেএনএফের প্রধান সমন্বয়ক।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমি বলেন, রুমা ও থানচি উপজেলায় উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি এপিসি আনা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় আরও আনা হবে।

 

Exit mobile version