parbattanews

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা পরিস্থিতি জানালেন মোমেন

কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান সিআইসিএ শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় মোমেন-ল্যাভরভের সাক্ষাতের তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছ, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের জোরালো সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

Exit mobile version