parbattanews

রোববার ৩ পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ

aborod3

আলমগীর মানিক, রাঙ্গামাটি :
বাঘাইছড়ি থেকে অপহৃত রাস্ট্রায়াত্ব মোবাইল সংস্থা টেলিটকের ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির পাচঁ কর্মীর মুক্তির দাবীতে রোববার রাঙ্গামাটি, খাড়াছড়ি ও বান্দরবানে সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ৮ জুলাই সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলার মারিশ্যা বারিবিন্দু ঘাটে টেলিটকের টাওয়ারে ত্রুটি মেরামতের কাজ শেষ করে ফেরার পথে টেলিটকের প্রতিষ্টান বি-টেকনোলজির পাঁচ কর্মী, টেলিটকের প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. হেমায়াত হোসেন ও মো. ইমরুল হোসেন, সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমানকে অপহরণ করা হয়। অপহরণ ঘটনার ১২ দিন পার হয়ে গেলেও এখনো কোন কুলকিনারা করতে পারেনি কেউ।

অপহৃতদের উদ্ধারে পুলিশের ১২টি যৌথ টিমসহ সেনাবাহিনী, বিজিবি দুর্গম পাহাড়ী এলাকা গুলোতে অভিযান চালিয়ে গেলেও এখনো উদ্ধারে তেমন কোন অগ্রগতি ও সফলতা আসেনি। আর যত দিন গড়াচ্ছে স্বজনরা অনিশ্চিয়তার মধ্যে রয়েছে তাদের ফিরে আসার সম্ভাবনাকে নিয়ে।

Exit mobile version