parbattanews

রোহিঙ্গাদের উপর চলমান নির্যাতন বাংলাদেশের বৌদ্ধরা সমর্থন করে না- বৌদ্ধ নেতৃবৃন্দ

15310536_893363620798751_1517756231_n
পার্বত্যনিউজ ডেস্ক:

মিয়ানমারে বর্তমানে রোহিঙ্গাদের উপর যে, অত্যাচার এবং নির্যাতন চলছে বাংলাদেশের বৌদ্ধরা তা কোনোভাবেই সমর্থন করে না।

৩০ নভেম্বর বুধবার জাতীয় বৌদ্ধ সমন্বয় কমিটির সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদর দফতরে জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, পিএসসি, এএফডব্লিউসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাত করে এ মন্তব্য করেছেন নেতৃবৃন্দ।

কমিটির সদস্যরা কক্সবাজার অঞ্চলের বসবাসকারী সকল ধর্মের মধ্যে যে সম্প্রীতি ও সহাবস্থান পর্যবেক্ষণ করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেন।

কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি আই জি (অব.) পি আর বড়ুয়া, প্রধান সমন্বয়কারী সুপ্ত ভুষণ বড়ুয়া, লে. কর্নেল (অব.) সুমন বড়ুয়া, বাসন্তী কুমার বড়ুয়া প্রমুখ।

Exit mobile version