parbattanews

রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিবাদ

coxs-ramu00011801-54-40-copy

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়নের ঘটনায় বিব্রত এবং লজ্জিত দেশের বৌদ্ধ সম্প্রদায়।

বৌদ্ধ ধর্ম শান্তি ও মানবতার ধর্ম হলেও সেদেশে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তা নিন্দনীয়। রামু কেন্দ্রীয় সীমা বিহারে জাতীয় বৌদ্ধ সমন্বয় কমিটি আয়োজিত সংহতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয়  মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ ।

সমাবেশে অবিলম্বে এ নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়।

Exit mobile version