parbattanews

রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করতে ব্যর্থ জাতিসংঘ

উখিয়া প্রতিনিধি:
মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপন্ন রোহিঙ্গাদের সাহার্য্যাতে ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত। শুক্রবার বিকেলে উখিয়ার থাইংখালী তাজুনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ৪০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেন ইসলামি ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব ও আহ্লে সুন্নাহ্ ওয়াল জামায়াত কেন্দ্রীয় সমন্বয়ক এমএ মতিন।

ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামি ফ্রন্টের মহাসচিব এমএ মতিন মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন, ধর্ষণ, বাড়ী ঘরে অগ্নিসংযোগ ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাতি সংঘের নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা নাগরিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি রোহিঙ্গাদেরকে নাগরিত্ব প্রদানসহ মিয়ানমারে ফেরত পাঠাতে আর্ন্তজাতিক সম্প্রদায়কে এক যোগে মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন আহ্লে সুন্নাহ্ ওয়াল জামাতের চট্টগ্রাম মহানগর নেতা নাঈমুল ইসলাম পুতুল, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মাস্টার আবুল হোছাইন, কক্সবাজার জেলা নেতা অধ্যক্ষ সালা উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার জেলা নেতা সালা উদ্দিন মোহাম্মদ তারেক, ছাত্রনেতা যথাক্রমে এইচ. এম শহিদুল্লাহ, ইফতেখার রেজা, নিজামুল করিম, ফরিদুল ইসলাম, মোহাম্মদ মাছুনুর রশিদ, নিয়ামত উল্লাহ, মোহাম্মদ ইসমাঈল ও মো: রফিকুল ইসলাম। ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন উখিয়া উপজেলা যুবলীগের নেতা আজিজুর রহমান মামুন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর মোহাম্মদ শেখর।

উল্লেখ্য, ক্যাম্পে দায়িত্ব প্রশাসনিক কর্মকর্তা ও সেনাবাহিনীর সহযোগিতায় নির্যাতিত ৩ হাজার রোহিঙ্গাদের মাঝে ৪০ লক্ষ টাকার মূল্যে তাবু, বিভিন্ন কাপড়, পাড়ি, মশরী বিতরণ করা হয়।

Exit mobile version