parbattanews

রোহিঙ্গাদের ওপর যত ধরনের নির্যাতন হয়েছে সবই আন্তর্জাতিক অপরাধ: মানবাধিকার বিশ্লেষক ডঃ জিয়াউদ্দিন

পার্বত্যনিউজ ডেস্ক:

বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের মানবিক সাহায্যের জন্য জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছে অর্থ সহায়তার আবেদন জানিয়েছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত জরুরী অর্থ সহায়তার প্রয়োজন। রোহিঙ্গাদের মানবিক ও মানবাধিকারের বিষয়টি নিয়ে ব্রাসেলসে মানবাধিকার বিশ্লেষক ড. জিয়াউদ্দিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রোকেয়া হায়দার।

ড. জিয়াউদ্দিন বলেন, ‘এটা একটা ভয়াবহ ব্যাপার। এটা সমসাময়িক সময়ের ভেতরে এতো অল্প সময়ে, এতো মানুষ, একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠির মানুষ, কোন একটা দেশ এমনভাবে তাদের দেশ থেকে, দেশ ছাড়া করে নাই- যেভাবে বার্মা রোহিঙ্গাদেরকে রাখাইন স্টেট থেকে বাংলাদেশে যেতে বাধ্য করেছে। মিডলইস্টে যে পরিস্থিতি চলছে যেখানে একটা যুদ্ধ পরিস্থিতি সংঘর্ষ চলছে, সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠি রয়েছে।

এটা হলো একটা নির্দিষ্ট জাতি–রাখাইনে যারা থাকে, রাখাইনের যারা অধিবাসী, তারা ওইখানকার মানুষ, তারা শত শত বছর থেকে সেখানে বসবাস করছে, তাদেরকে বিশেষভাবে আক্রমণ করে, ঘর-বাড়ীতে আগুন জ্বালিয়ে, নারী নির্যাতন করে, হত্যা করে, ধর্ষণ করে যতরকম অপরাধ করা যায়, সবগুলোই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ।

কারণ এরা সিভিলিয়ান এরা সাধারণ নাগরিক, এরা যুদ্ধ করছে না সরকারের বিরুদ্ধে। এরা কিছুই করে নাই খুবই সাধারণ মানুষ। তারা অধিকার বঞ্চিত মানুষ, বার্মার আইনে। সেই ধরণের মানুষদের তারা বের করে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরী করলো যে তারা দলে দলে বাংলাদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলো।’

 

সূত্র: ভয়েস অফ আমেরিকা

Exit mobile version