parbattanews

রোহিঙ্গাদের জন্য ২ হাজার টন চাল পাঠাল ইন্দোনেশিয়া

পার্বত্যনিউজ ডেস্ক:

মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ২ হাজার টন চাল পাঠিয়েছে ইন্দোনেশিয়ান সরকার।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে জাহাজে করে পাঠানো এসব চাল বন্দরের কিউএনএস ডিপো থেকে ইন্দোনেশিয়ান প্রতিনিধির কাছ থেকে বুঝে নেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাসুকুর রহমান সিকদার।

জানাযায়, ইন্দোনেশিয়ার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এসব চাল রোহিঙ্গাদের জন্য পাঠিয়েছে। ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তারা জেলা প্রশাসনের কাছে এসব ত্রাণ হস্তান্তর করেছে।

এর আগে ইন্দোনেশিয়া সরকার মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৮টি বিমানে করে ৭৭ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছিল। এর মধ্যে চাল, চিনি, তাবু, কাপড়, কম্বল, স্যুপ, শুকনো খাবার, পানির ট্যাংক ছিল। এসব ত্রাণ সেনাবাহিনীর মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসনে পাঠানো হয়েছে।

Exit mobile version