parbattanews

রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে শুধু পুনর্বাসন না, জীবিকাও নিশ্চিত করা হবে-ওবায়দুল কাদের

News minister (1) copy

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার

রোহিঙ্গা সমস্যাকে একটি মানবিক সংকট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী  ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, পর্যটন শহর কক্সবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওখানে তাদের শুধু পুনর্বাসন না, জীবন-জীবিকাও নিশ্চিত করা হবে। আর যতদিন মিয়ানমার সরকার এসব মানুষকে ফেরত নেবে না ততদিন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

রবিবার কক্সবাজারের কলাতলীতে সৌন্দর্যবর্ধন ও একটি সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, কক্সবাজার একটি স্বাস্থ্যকর স্থান। এখানে বিপুল সংখ্যক পর্যটক ভ্রমনে আসেন। এখানে অতিরিক্ত রোহিঙ্গা চাপ রয়েছে। এখানে অতিরিক্ত জায়গাও নেই। এ পরিস্থিতিতে এদের অন্যত্রে সরিয়ে নেয়া জরুরী।

অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলে, আগামী এপ্রিল মাসে বহু প্রত্যাশিত মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রীর সাথে সংসদ সদস্য আবদুর রহমান বদি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী শনিবার কক্সবাজার আসেন। বিকালে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিখি ছিলেন।

Exit mobile version