parbattanews

রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে কাপড় না দিতে অনুরোধ

পার্বত্যনিউজ ডেস্ক:

 

মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাসহ সাধারণ মানুষ। যে যেভাবে পারছে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াচ্ছে। কেননা মানবেতর জীবন-যাপনকারী এসব মানুষের বড় অংশ খাদ্য, বস্ত্র বাসস্থান সহ বিভিন্ন মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ।

তবে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কক্সবাজারের উখিয়া, কুতুপালং এলাকার একটি ছবিতে দেখা যাচ্ছে  বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে ত্রাণ হিসেবে দেয়া জামা-কাপড়।

তাই এ বিষয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখানে রোহিঙ্গাদের জন্য ত্রাণ হিসেবে কাপড়ের পরিবর্তে টাকা বা অন্য কোন সামগ্রী পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে শাহরিয়ার আলম লিখেছেন, ‘উখিয়া, কুতুপালং, গুন্দুম এলাকায় এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাপড়। আপনাদের কাছে অনুরোধ রোহিঙ্গাদের জন্য ত্রাণ হিসেবে কাপড় দেবেন না। প্রয়োজনে সংগৃহীত কাপড় স্থানীয়ভাবে বিক্রি করে দিয়ে সেই টাকা বা অন্য কোন পণ্য ত্রাণ হিসেবে দিলে তা কাজে আসবে।’

Exit mobile version