parbattanews

রোহিঙ্গাদের পুনর্বাসনে ঋণ প্রদানে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক

পার্বত্যনিউজ ডেস্ক:

বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পুনর্বাসন ও তাদের অন্যান্য চাহিদা পূরণে ঋণ এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে।

এই দুটো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রস্তাব নিয়ে বাংলাদেশ আলাপ-আলোচনা এবং পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বব্যাংকের একটি পর্যবেক্ষণ দল দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করেছে।

দলটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করে। ঢাকায় কর্মকর্তারা বলছেন, বিশ্বব্যাংক ২৫ কোটি থেকে ৩০ কোটি যুক্তরাষ্ট্র ডলার ঋণ দিতে চায়। এর অর্ধেক তারা দিতে চায় সুদসহ ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক দিতে চায় সহায়তা হিসেবে। এডিবি রোহিঙ্গাদের জন্য অর্থ দিতে চায়-তবে তার ধরন-ধারণ কেমন হবে অর্থাৎ ঋণ, না সহায়তা দেয়া হবে সে সম্পর্কে স্পষ্ট করে এখনো কিছু বলা হয়নি।

তবে ঋণ দিতেই তারা বেশি আগ্রহী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি রোহিঙ্গাদের জন্য কোনো ধরনের ঋণ না নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এছাড়া মানবিক বিপর্যয়ের মধ্যে আর্থিক সুবিধা আদায়ে বিশ্বব্যাংক এবং এডিবির মানসিকতার সমালোচনাও করেছে টিআইবি।

 

সূত্র: ভয়েস অব আমেরিকা

Exit mobile version