parbattanews

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রয়েছে-ইইউ

ঘুমধুম প্রতিনিধি:

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন ইইউ’র মানবিক সহায়তা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস।

মঙ্গলবার(৩১ অক্টোবার) দুদিনের সফরে এসে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংসহ বেশ কিছু শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস বলেন, রোহিঙ্গাদের এই পরিস্থিতি আমাকে মর্মাহত করেছে। এটি সত্যিই হৃদয় বিদারক। রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।

রোহিঙ্গা সংকটকে জাতিগত সহিংসতা উল্লেখ করে ইইউ’র মানবিক সহায়তা বিষয়ক কমিশনার বলেন, রোহিঙ্গা সংকট একদিকে যেমন জাতিগত সহিংসতা আবার তেমনি রাজনৈতিক বিষয়ও। তাই এই সংকটের সমাধান রাজনৈতিকভাবেই স্থায়ী সমাধান করতে হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শরণার্থী নারী ও শিশুরা সব থেকে ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিবেদন অনুযায়ী কক্সবাজারে অন্তত আট লাখ ১৭ হাজার রোহিঙ্গা বসবাস করছে।

Exit mobile version