parbattanews

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

পার্বত্যনিউজ ডেস্ক:

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজোয়ান বলেছেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বায়োমেট্রিক পদ্ধতিতে করা রোহিঙ্গা তথ্য ভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ, প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশি ভোটার আইডি কার্ডের আদলে এতে রোহিঙ্গাদের নাম, ঠিকানাসহ পূর্ণ বিবরণ রয়েছে।

এই পদ্ধতিতে বুধবার (২৩ নভেম্বর) পর্যন্ত উখিয়া ও টেকনাফের সাতটি কেন্দ্রে ছয় লাখ ৪০ হাজার রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। আর এভাবে চলতে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গা নিবন্ধন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

 শুক্রবার (২৪ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। পরিদর্শনের সময় পাসপোর্ট অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল মাসুদ আরও বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধনের গতি কিছুটা কম থাকলেও পরবর্তীতে একসঙ্গে কয়েকটি কেন্দ্রের মাধ্যমে গতি বৃদ্ধি করেছি এবং এর সফলতাও পেয়েছি। কারণ, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে যে সমঝোতা স্বারক সই হয়েছে এতে এই পদ্ধতিতে তাদের ফিরিয়ে নেওয়া সহজ হবে।’

 তিনি বলেন, ‘সব রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতির আওতায় নিয়ে আসা হবে। কেউ লুকিয়ে থাকলেও পুলিশের মাধ্যমে তাদের নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। কারণ আমরা চাই সব রোহিঙ্গা নিবন্ধনের মাধ্যমে মিয়ানমারে ফেরত যাবে। এতে কেউ ছাড় পাবে না।’

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রোহিঙ্গাদের সঠিক তথ্য সংরক্ষণ করতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত ক্যাম্পের সাতটি কেন্দ্রে ইতোমধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম শুরু করে সরকার।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

Exit mobile version