parbattanews

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে সেনাবাহিনীর সমন্বয় সভা

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয় সাধন করতে এক সমন্বয় সভার আয়োজন করেছে সেনাবাহিনী।

রবিবার(১অক্টোবার) বিকালে উখিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে অস্থায়ী সেনা ক্যাম্পে ৬৫ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাগাউছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় রোহিঙ্গাদের ছবিযুক্ত রেশন কার্ড প্রদানের মাধ্যমে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব কার্ডের মাধ্যমে রোহিঙ্গাদের ত্রাণসহ সব ধরণের মানবিক সহায়তা দেয়া হবে।

সভায় লে. কর্নেল রাশেদ, লে. কর্নেল মঈন, আন্তর্জাতিক দাতা সংস্থা, শরণার্থী বিষয়ক সংস্থা, স্থানীয় প্রশাসন, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version